Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগদায় অপদ্রব্য পুশের রমরমা বাণিজ্য কালিগঞ্জের আড়তে

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : সাতক্ষীরা কালিগঞ্জ শ্যামনগর সুন্দরবনের কোল ঘেষে বয়ে যাওয়া গাবুরা ইউনিয়নে ব্র্রীজ সংলগ্ন চৌদ্দরশি মাছের আড়ৎসহ এর আশপাশের প্রতিনিয়ত চলছে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের রমরমা আসর, আবার তা বিক্রয় হয় ওই সব পার্শ্ববর্তী আড়ৎতে। বিশেষ একটি মহল পুলিশ আসবেনা বলে আসলে বিষয় টা দেখব” এমনটিই বলে পুষকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তাছাড়া পুশ বিরধী অভিজান অন্যান্য যায়গায় চললেও যোগাযোগ ব্যাবস্থা খারাপ হওয়ায় এবং শ্যামনগর সদর থেকে মুন্সিগঞ্জ হয়ে নদী পথে গাবুরায় যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় প্রশাসন ও মৎস অফিসারদের নজর এড়িয়ে যাচ্ছে এমনটাই জানিয়েছেন গাবুরা এলাকাবাসী। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর জনপদের চিংড়ী ঘেরে একে লেগেছে ব্যাপক ভাইরাস, অন্যদিকে চিংড়ীতে পুশকারীরা হয়ে উঠেছে বেপরোয়া। সব মিলিয়ে এলাকার সাদা সোনা নামীয় খ্যাত বাগদা চিংড়ী আজ ধ্বংসের দ্বার প্রান্তে। একটি মহল পরিকল্পিত ভাবে রাজস্বের সব চেয়ে বড় এ খাত ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তবে এ শিল্পকে না বাঁচাতে পারলে এলাকার সকল পেশার সাধারণ মানুষ নানা ভাবে অর্থনেতিক সংকটে পড়বে। তারপর চলছে জনপদে প্রকাশ্যে চিংড়ীতে পুশ। এদিকে গাবুরা এলাকাবাসীসহ সচেতন মহলের মধ্যে পুশিং বিষয় নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। গাবুরা এলাকার সরকারসহ সচেতন মহলের প্রাণের আকুল দাবি, যতদ্রæত সম্ভাব গাবুরার জনপথসহ এলাকার বিভিন্ন স্থানে পুশ বিরধী অভিজান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ