বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননসহ ৯ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিএনপি অফিসে জররুী সভা করার সময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে তারা আটক না গ্রেফতার তা পরে জানানো হবে। আটককৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন, ঝিনাইদহ কেসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন, ছাত্র নেতা সবুজ, মানিক, যুবদল নেতা হিমেল ও ইকবাল। ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা আটকের নিন্দা জানিয়ে বলেন, ডাঃ কে আহম্মেদ পৌর কমিউনিটি সেন্টারে বুধবার বিএনপির প্রতিনিধি সভা চলার সময় ভাংচুর করা হয়। ভাংচুরের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভা করছিলেন। বৃহস্পতিবার দুপুরে সদর থানার পুলিশ অফিসে ঢুকে নেতাকর্মীদের আটক করে নিয়ে যান। এদিকে আটকের বিষয়ে পুলিশ এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানান সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার। তবে ঝিনাইদহ ডাঃ কে আহম্মেদ পৌর কমিউনিটি সেন্টার ভাংচুরের বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ মোঃ মসিউর রহমান বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের আটকের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবী জানিয়েছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত (দুপুর ২.২০টা) পুলিশ আটককৃতদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।