Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুমিল্লা বোর্ডে শুধু ইংরেজি ও গণিতে ফেল ৬০,২৯৫ শিক্ষার্থী

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ২:৫৩ পিএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : ইংরেজি ও গণিতে খারাপ হওয়ার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ভয়াবহ ফল বিপর্যয় হয়েছে। ফল বিপর্যয়ের পর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক শূন্য তিন। এক লাখ ৮২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক লাখ ‌আট হাজার ১১১ জন। ফেল করেছে ৭৪ হাজার ৮৮৮ জন।
শুধু গণিতে ফেল করেছে ৩৪ হাজার ৬৮৯ জন আর ইংরেজিতে ফেল করেছে ২৫ হাজার ৬০৬ জন। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৫০ জন। দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। এগুলো হলো চৌদ্দগ্রামের কাজী জাফর গালর্স হাই স্কুল ও পায়ের খোলা স্কুল।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নম্বর প্রদান নির্দেশিকা অনুযায়ী এবার সব পরীক্ষক একইভাবে খাতা মূল্যায়নের কারণে ফলের এ চিত্র পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ