বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যূশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার কমেছে। গত বছরের তুলনায় ১০ শতাংশের বেশী পাশের হার কম। এ বছর পাসের হার হয়েছে ৮০ দশমিক ০৪ শতাংশ। যা গত বছর ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ। একইসঙ্গে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৪৬০জন। আর গত বছর জিপিএ পেয়েছিল ৯ হাজার ৪৪৪ জন।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র জানান, এবার যশোর শিক্ষা বোর্ডের আওতায় দক্ষিণ-পশ্চিমের (খুলনা বিভাগ) ১০ জেলার মোট ২হাজার ৫ শ’৩টি বিদ্যালয় থেকে ১ লাখ ৫৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ১ লাখ ২২ হাজার ৯৯৫জন। যার মধ্যে ছেলে ৬০ হাজার ৯৭১জন ও মেয়ে ৬২ হাজার ২৪ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।