Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩ ঘণ্টা পর মুক্ত রোকেয়ার উপাচার্য

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১০:৪৬ এএম

রংপুর জেলা সংবাদদাতা : পুলিশের হস্তক্ষেপে ১৩ ঘণ্টার বেশি সময় পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে মধ্যরাতে বাসায় ফিরলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। চাকরি দেওয়ার দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের একদল নেতাকর্মী।
সারা দিন এ অবস্থা চলার পর রাতে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃতিশ চন্দ্র বর্মণ এবং শহীদ মুখতার ইলাহী হল শাখার ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ বসুনিয়া ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এই দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীরাই উপাচার্য নূর-উন-নবীকে অবরুদ্ধ করে রাখে।
এরপর রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে অবরোধ থেকে না সরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর তারা উপাচার্যের পথ ছাড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ