Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বোরো ধানের বাম্পার ফলন

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : বøাষ্ট রোগের আক্রমনের পর সাতক্ষীরায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলায় লক্ষ্য মাত্রার অতিরিক্ত জমিতে বরো চাষ করেছেন কৃষকরা। এখন ধান কেটে মাড়াই করতে ব্যস্ত সময় পার করছেন তারা। ধানের ভালো ফলনে বেজায় খুশি চাষীরা।
সাতক্ষীরা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জানান, জেলায় বরো ধান চাষের লক্ষ্য মাত্রা ছিলো ৭৩ হাজার ৭৭৭ হেক্টর জমি। কিন্তু বাস্তবে তা ছাড়িয়ে ৭৪ হাজার ৪৩০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩,৯৮০ হেক্টর, কলারোয়া উপজেলায় ১২,৬৮০ হেক্টর, তালা উপজেলায় ১৮,৪৫০ হেক্টর, দেবহাটা উপজেলায় ৫,৯৬০ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ৫,৩০০ হেক্টর, আশাশুনি উপজেলায় ৬,৪২০ হেক্টর ও শ্যামনগর উপজেলায় ১,৬৪০ হেক্টর কৃষি জমিতে বরো চাষ করা হয়েছে। তিনি বলেন, এসব ধান থেকে চাউল উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে, ২ লক্ষ ৯৭ হাজার ৬২৭ মেট্রিক টন। ক্ষতিকর কীট নাশক ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করে অনেক কৃষক এবার ভালো ফলন পেয়েছেন। তবে, ধানে শীষ দেখা দেওয়ার পর কিছু কিছু ক্ষেতে বøাষ্ট রোগের আক্রমন দেখা দেয়। কৃষি অধিদপ্তরের কর্মকতারা এই রোগ দমনে সফল হতে সক্ষম হওয়ায় তেমন বড় ধরণের কোন ক্ষয়-ক্ষতির শিকার হননি ধান চাষীরা। সাতক্ষীরার কৃষক মুনছুর, বারী, রফিকুল, আব্দুর রউফসহ অনেকেই জানিয়েছেন, এবার বরো ধানের ফলন খুবই ভালো হয়েছে। বাজারে ধান-চালের দামও মোটামুটি ভালো। তবে ধান কাটা ও মাড়াই খরচ গত বছরের চেয়ে একটু বেশি পড়ে যাওয়ায় লাভের অংশ অনেক কমে যাচ্ছে। খরচ কম হলে খুব ভালো হতো। ধান- চালের দাম বাজারে আর একটু বেশি হলে কৃষকরা ধান চাষে আরো আগ্রহী হতো বলে তারা মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ