Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবু হানিফা ছিলেন ফিক্হ শাস্ত্রের প্রবক্তা আল্লামা জুবাইর

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, যুগে-যুগে বিশ্ব মুসলমানরা মাজহাবের মাধ্যমে ইসলামের যাবতীয় নির্দেশনা ও সঠিক করণীয়সমূহ যথাযথভাবে পালন করে আসছে। চার মাজহাবের ইমামগণেরও ইমাম হচ্ছেন হযরত আবু হানিফা (রা:)। যিনি ইসলামের অসংখ্য জটিল-কঠিন স্পর্শকাতর সমস্যা ও যুগ জিজ্ঞাসার কার্যকর সমাধান দিয়ে গেছেন। আবু হানিফা ছিলেন হানাফী মাজহাব ও ফিক্হ শাস্ত্রের প্রবক্তা। কতিপয় উগ্রবাদী শরীয়ত স্বীকৃত মাজহাবের বিরোধিতা করে মুসলমানদের মধ্যে পারস্পরিক বিভাজন সৃষ্টি করছে। গতকাল (বুধবার) নগরীর জেলা পরিষদ মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম বিভাগের উদ্যোগে হযরত আবু হানিফা (রা:) এর ওফাত বার্ষিকীর স্মরণে অনুষ্ঠিত ২য় দরসূল ফিক্হ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত লিয়াজোঁ কমিটির আহবায়ক এডভোকেট আবু নাছের তালুকদারের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন মনসা শাহ্ মালেকীয়া দরবারের সাজ্জাদানশীন হযরত গোলাম মর্তুজা মোহাম্মদ ইয়াহিয়া আল-মালেকী আল-জিলানী। বিষয়ভিত্তিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা নিজাম উদ্দিন রশিদী। বক্তব্য রাখেন অধ্যক্ষ সৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা জানে আলম নিজামী, ড:আল্লামা কামাল উদ্দিন আযহারী, আল্লামা এনামুল হক সিকদার, অধ্যক্ষ আল্লামা কামাল উদ্দিন, আল্লামা কাজী জসিম উদ্দিন, এস এম সিরাজ উদ্দিন তৈয়বী, এইচ এম মুজিবুল হক শুক্কুর প্রমুখ।



 

Show all comments
  • তানিয়া ৪ মে, ২০১৭, ১২:০৪ পিএম says : 0
    এই নিউজটি প্রকাশ করায় দৈনিক ইনকিলাবকে অসংখ্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ