Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় বসে খালেদা জিয়া ক্ষতিগ্রস্থদের জন্য মায়া কান্না করছেন-মোঃ নাসিম

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেছেন সরকার ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছে। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এয়ার কন্ডিশনে বসে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য মায়া কান্না করছেন। গতকাল বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালেয়র মাঠে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কৃষিবান্ধব ও জনবান্ধব সরকার। ইতোমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ত্রাণমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সারা বছর বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সরকার ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছে। আর খালেদা জিয়া ঢাকায় বসে মুখস্থ বুলি আওড়াচ্ছেন। ত্রাণ বিতরনকালে সাম্যবাদী দলের সাধরণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ