Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় একই দিনে যুবক ও প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ দুপচাঁচিয়া উপজেলার ভুঁইপুর গ্রামে গতকাল ৩ মে বুধবার একই দিনে আশরাফ আলী মন্ডল (২৫) গ্যাসের ট্যাবলেট খেয়ে ও প্রবাসীর স্ত্রী মোসলেমা বেগম ওরফে মুক্তি (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ সংক্রান্তে গতকাল থানায় পৃথক ২ টি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভুঁইপুর গ্রামের খলিলুর মন্ডলের পুত্র আশরাফ আলী মন্ডল (২৫) ঘটনার দিন গত মঙ্গলবার দিবাগত রাতে সবার অগোচরে নিজ বাড়িতেই গ্যাসের ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে দীর্ঘ দিন যাবত অসুস্থতায় ভুগছিল। এ সংক্রান্তে তার বাবা খলিলুর রহমান মন্ডল নিজেই বাদি হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা (যাহার নং-৪) দায়ের করেছে। অপর দিকে একই গ্রামের সৌদি প্রবাসী রুয়েল প্রামানিকের স্ত্রী মোসলেমা বেগম ওরফে মুক্তি (২৭) ঘটনার দিন গতকাল ৩ মে বুধবার ভোরে নিজ শয়ন কক্ষে সেলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে গতকাল বুধবার তার বাবা মোবারক হোসেন বাদি হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা (যাহার নং-৫) দায়ের করেছে। এ দিকে ২ টি আত্মহত্যার বিষয়ে খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদিঘী) আলমগীর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ফোর্স সহ ঘটনাস্থলে যান। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, যুবক আশরাফ আলী মন্ডল এর আত্মহত্যার সন্দেহ না থাকায় এবং কেউ বাদি না হওয়ায় তাকে দাফনের অনুমতি দিয়েছেন। অপর দিকে প্রবাসীর স্ত্রী মোসলেমা বেগম ওরফে মুক্তি মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তার লাশ উদ্ধার করে গতকাল বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ