Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে সাহায্য সামগ্রী বিতরণ

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন ও রোটারী ক্লাব অব টোকিও কুটো’র যৌথ উদ্যোগে গত শনিবার গরীব দুঃখী মানুষের মধ্যে সাহায্য বিতরণ উপলক্ষে কয়েকটি বিতরণ সভা অনুষ্ঠিত হয়। দুই রোটারী ক্লাবের ফ্রেন্ডশীপ প্রজেক্টের আওতায় এ সাহায্য সামগ্রীর মধ্যে রয়েছে রিক্সা, হুইল চেয়ার, স্বল্প খরচে ঘর, প্রোজেক্টর, বাউন্ড বুক, কলম, স্কুল ব্যাগ, মাদ্রাসা ইউনিফরম এবং বৃত্তি প্রদান উপলক্ষে কয়েকটি বিতরণ মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় প্রথম বিতরণমূলক অনুষ্ঠানটি আয়োজিত হয় ব্রাহ্মন্দীর মোড়ে। এতে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব মন্জুর এলাহী। গেস্ট অব অনার ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ইরান, স্পেশাল গেইস্ট ছিলেন জাপানের রোটারি ক্লাব টোকিও কুটো’র প্রেসিডেন্ট রোটারিয়ান ইজি কুজিমা, রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন’র সেক্রেটারী মোঃ কুদ্দুস মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন’র প্রেসিডেন্ট রোটারীয়ান মাহবুবুর রহমান মনির। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের বিখ্যাত হিটাচী কোম্পানীর মালিকের পুত্র রোটারিয়ান শিরো কাসাই, রোটারিয়ান ইটু জুনিচী। এখানে গরীবদের মধ্যে রিক্সা, হুইল চেয়ার, স্বল্প খরচে ঘর বিতরণ করা হয়।
দ্বিতীয় বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হয় হাজী আবেদ আলী কলেজ প্রাঙ্গনে। এতে প্রধান অতিথি ছিলেন জাপানের রোটারি ক্লাব টোকিও কুটো’র প্রেসিডেন্ট রোটারিয়ান ইজি কুজিমা। তৃতীয় বিতরণ সভাটি অনুষ্ঠিত হয় পলাশের টেঙ্গরপাড়া শানেরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। শেষ বিতরণ সভাটি অনুষ্ঠিত হয় শিবপুর শেরপুরের জামিয়া ফারুকিয়া এতিমখানা মাদ্রাসায়। এখানে প্রধান অতিথি ছিলেন শিবপুরের এমপি রোটারীয়ান মোঃ সিরাজুল ইসলাম মোল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ