Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনবিআরের নজরদারিতে মুদ্রা পাচারকারীরা -নজিবুর রহমান

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টাও : মুদ্রা পাচারের অভিযোগে বেশ কিছু বাণিজ্যভিত্তিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, কিছু অপরাধীকে  গ্রেপ্তার ও বেশ কিছু অপরাধী নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বুধবার  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে সততার জন্য দু’জন রাজস্ব যোদ্ধার সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
ইউএস বাংলা এয়ারলাইনসের পরিচ্ছন্নতা কর্মী আবদুল কাদের ও আলমাস হোসাইন বিমানের ভিতর সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ পায়। তারা স্বর্ণ গুলো কর্তপক্ষের কাছে ফেরত দেয়। তাদের সততার স্বীকৃতি হিসাবে এনবিআর তাদের এই সম্মাননা দিয়েছে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গেøাবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) মঙ্গলবার অর্থ পাচারের এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০১৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ৯১১ কোটি ডলার বা প্রায় ৭২ হাজার ৮৭২ কোটি টাকা পাচার হয়েছে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, মুদ্রাপাচার রোধে এনবিআর অনেক দিন ধরে কাজ করছে। বিশেষ করে মুদ্রা পাচার আইন, ২০১২ সংশোধনের সময় এনবিআর দাবি করেছে, এনবিআরকে মুদ্রাপাচার রোধে ব্যবস্থা গ্রহণে ক্ষমতায়ন করা হলে আমরা সক্রিয় ভূমিকা পালন করবো। সরকার মুদ্রাপাচার রোধে অত্যন্ত সক্রিয় ও শক্ত অবস্থানে থাকায় এ আইন প্রণীত হয়েছে।
তিনি বলেন, মুদ্রাপাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ঘনিষ্ঠভাবে কাজ করছে। বাণিজ্যভিত্তিক বেশ কিছু মুদ্রাপাচারের ঘটনা তদন্ত করে রহস্য উৎঘাটন ও মামলা দায়ের করেছি। আমরা বেশ কিছু অপরাধীকে সনাক্ত করেছি, তাদের গ্রেপ্তারও করা হয়েছে। বেশ কিছু অপরাধী নজরদারির মধ্যে আছেন। এসব বিষয়ে আমরা খুবই সক্রিয় থাকবো।
প্রতিবেদনটির পদ্ধতিগত দিক নিয়ে যদিও ইতোমধ্যে প্রশ্ন উঠেছে- উল্লেখ করে চেয়ারম্যান বলেন, কোন পদ্ধতিতে তারা প্রতিবেদনটি তৈরি করেছেন সেটা সুস্পষ্টভাবে প্রতিবেদনে প্রকাশিত হয়নি। আমরা এটা পরীক্ষা-নিরীক্ষা করছি। এনবিআর মনে করে, এ বিষয়ে প্রকৃত তথ্য এলে দেশ ও দেশবাসী আরো উপকৃত হবে। চেয়ারম্যান বলেন, সামগ্রিক মূল্যায়নে যে পরিমাণ মুদ্রাপাচারের কথা বলা হচ্ছে সে পরিমাণ হয়ত হবে না। পরিমাণ আরো অনেক কমতে পারে। তবে পরিমাণ যাই হোক না কেন বা হওয়ার উদ্যোগ নেয়া হোক না কেন জাতীয় রাজস্ব বোর্ড ও আমাদের সংস্থাগুলো তাদের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনবিআর

২২ নভেম্বর, ২০২২
২৪ অক্টোবর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ