Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক আহমেদ রাজুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলাই প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে ওয়ালটনের আইন বিভাগ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার সকালে উভয় পক্ষের আইনজীবীরা সমঝোতার বিষয়টি জানালে আদালত আইসিটি মামলায় আহমেদ রাজুর জামিন মঞ্জুর করেন। অন্যদিকে চাঁদাবাজির মামলার শুনানী হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ওই মামলাটিও প্রত্যাহারের আবেদন আদালতে উপস্থাপন করা হবে।
গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধি দল ওয়ালটন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। আলোচনায় সিদ্ধান্ত হয় ওয়ালটন কর্তৃপক্ষ আহমেদ রাজুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে ওয়ালটনের নামে বিষোদগার করা অন লাইন নিউজ পোর্টাল নতুনসময় কর্তৃপক্ষ ওয়ালটনের বক্তব্য হুবহু প্রকাশ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ