Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বসতভিটা থেকে উচ্ছেদ করতে হামলা

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলায় একটি পরিবারকে পৈতৃক ভিটে থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করলেও অন্য আসামিরা বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী ও পুলিশ জানায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্ধা গ্রামের মৃতু ফকির মামুদ এর ছেলে নুরুল হক পৈতৃক সূত্রে পাওয়া বসত ভিটায় বসবাস করে আসছিল। বর্তমানে বসত ভিটাটি এলাকার ভ‚মিদস্যু হিসাবে পরিচিত স্থানীয় আব্দুর রশিদ নিজে মালিকানা হিসাবে দাবি করে আসছিলেন। উক্ত আব্দুর রশিদ মামলার বাদী নুরুল হককে জমি ছেড়ে দিতে বলেন না দিলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ভ‚মিদস্যু আব্দুর রশিদ ও তার সন্ত্রাসী বাহিনী গত ১ মে নুরুলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ৪টি ঘরে ব্যাপক ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের হামলায় প্রায় ১০ জন আহত হয়। এঘটনায় নুরুল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে। বাকীরা গ্রেফতার না হওয়ায় বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগে জানা যাায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ