রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় ইউপি সদস্যের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলাকারীরা ইউপি সদস্য ইসমাইল হোসেন ও তার ভাতিজা ফয়সাল আহম্মেদকে পিটিয়ে আহত করে নগদ টাকাসহ একটি মোটরসাইকেল লুট করে নিয়েছে বলে ইউপি সদস্য অভিযোগ করেছেন। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে হামলা ও লুটের এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রাগপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন ও তার ভাতিজা ফয়সাল আহম্মেদ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বিলগাথুয়া বাজারে যাওয়ার পথে বিলগাথুয়া পূর্বপাড়া জামে মসজিদের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ কালাম, সেন্টু, জলিল, হাবিব, হিল্লাল, আজাদ, নাহারুল, মরজেম ও টুয়েলসহ ১০-১২ জন দূবৃত্ত গতিরোধ করে বেধড়ক মারপিট করে আহত করে ও নগদ ৩৬ হাজার টাকা ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি লুট করে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।