Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

স্বাক্ষর জাল করে ভ‚য়া মিউটিশনের অভিযোগ

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা)উপজেলা সংবাদদাতা : কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) এর স্বাক্ষর জাল করে ভ‚য়া মিউটিশন করার চাঞ্চাল্যকর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাঁচাই মৌজার ১১২৫ নং খতিয়ানে ৬১৭-৬১৮ দাগে ১৬ শতক জমি গ্রামের মৃত হাকিম গাজীর পুত্র ফজর আলীর নামে ১২১৩/১৬-১৭ নং কেসে মিউটিশন দেখানো হয়েছে। যা তঞ্চকি, ভুয়া, জালিয়াতী ও পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে। মুলত অত্র কেস নম্বরে শ্যামনগর উপজেলা দূর্গাবাটি গ্রামের অমল কৃষ্ণ গাইনের স্ত্রী সুনিতা রানী গাইনের নামে কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) অফিসের রেজিষ্ট্রেশন বইতে অর্ন্তভুক্ত আছে। এদিকে হোগলা গ্রামের ফজর আলী জাল মিউটিশন দিয়ে কালিগঞ্জ রেজিষ্ট্রি অফিসের মাধ্যমে সোস্যাল ডেভলেপমেন্ট ফাউডেশনের ম্যানেজার শফিকুল হকের নামে জমি লিখতে গেলে তিনি মিউটিশনটি সঠিক আছে কিনা যাচাইয়ের জন্য ভ‚মি অফিসে গেলে সেখান থেকে জানতে পারেন ফজর আলীর নামের মিউটিশনটি জাল। এসময় উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) নূর আহম্মেদ মাসুম ফজর আলীকে জাল মিউটিশনের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন মিউটিশনটি উপজেলার হোগলা গ্রামের মৃত ইউসুফ টাপালীর পুত্র রাশেদ টাপালী করে দিয়েছে। মিউটিশনটি জাল এটা আমি জানতাম না। অনুসন্ধানে সহকারী কমিশনার (ভ‚মি) অফিস সুত্রে জানা গেছে, সাবেক সহকারী কমিশনার (ভ‚মি) শিমুল কুমার সাহার স্বাক্ষর জাল, জয়পত্রকাটি ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা কামরুল ইসলামের স্বাক্ষর জাল ও সার্ভেয়ার শফিকুল ইসলাম হাওলাদারের স্বাক্ষর জাল করে মিউটিশন করা হয়েছে। এদিকে জমির মালিক ফজের আলী উপজেলা সহকারী কর্মকর্তা নুর আহম্মেদ মাসুম এর সম্মুখে ভ‚য়া মিউটিশনে রাশেদ টাপালীকে অভিযুক্ত করলেও রাশেদ টাপালী বলেন মিউটিশন করার জন্য দলিল লেখক সমিতির নুরুজ্জামান ও হাসানের উপর দায়িত্ব দেই। তারা যে জাল মিউটিশন করে দিয়ে আমাদের ঠকিয়েছে তা এখন বুঝতে পারছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ