Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুববকে পিটিয়ে জখম গ্রেফতার ২

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহারে পূর্ব শত্রæতার জের ধরে হত্যার উদ্দ্যেশ্যে কতিপয় যুবক মিরু হাসান বাপ্পি (৩২) নামের এক যুবককে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় স্থানীয় জনতা আপন (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করে এবং  গুরুতর আহত যুবককে উদ্ধার করে আদমদীঘি স্ব্যস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করেন। এ ঘটনায় আহতর পিতা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের উপর পোঁওতা গ্রামের মনসুর আলীর ছেলে মিরু হাসান বাপ্পিকে শহরের মালগুদাম মসজিদের সামনে আসামিরা পৃর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করে হত্যার উদ্দেশ্যে লোহার রোড, লাঠি, হাসুয়া ও চাকু দ্বারা আঘাত করে। সান্তাহার শহর ফাঁড়ির টি এস আই জালাল অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সাব্বির আহমেদ লিয়ন (২৯) ও আসাদুল (১৯) আরো ২ জনকে গ্রেফতার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ