Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরা গরু জবাই করায় পিতা-পুত্রের জরিমানা

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে মরা গরু জবাই করার অপরাধে কসাই বাসু মিয়া (৫৫) ও পুত্র সালু মিয়ার (৩০) ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া। বাসু মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার পুত্র। উপজেলা নির্বাহী অফিসার জানান, কসাই বাসু মিয়া গোস্ত বিক্রির উদ্দেশ্যে হাট থেকে গরু ক্রয় করেন। মঙ্গলবার রাতে ওই গরু হঠাৎ অসুস্থ্য হয়ে মারা যায়। পরে কসাই বাসু মিয়া নিজেই মরা গরু জবাই করে গোস্ত বিক্রির জন্য ফ্রিজে রেখে দেন। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ি থেকে গোস্ত গুলোসহ পিতা-পুত্রকে বুধবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। পরে গোস্তগুলো মাটিতে পুতে রাখা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ