Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরবন থেকে ৫১ কেজি হরিণের মাংস ও বিভিন্ন মালামালসহ দুটি নৌকা আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ৫:৩৬ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কোস্টগার্ড সদস্যরা ৫১ কেজি হরিণের মাংস আটক করেছেন। এ সময় সেখান থেকে দুটি নৌকা, দুটি দা, একটি চাকু ও ১২ টি পটকা বাজি উদ্ধার করা হয়। কোন হরিণ শিকারিকে তারা আটক করতে পারেননি ।

বুধবার ভোরে সুন্দরবনের কালিরখাল নামক স্থান থেকে এগুলো আটক করা হয়।

আংটিহার কোস্টগার্ডের পেটি অফিসার হামিদুর রহমান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে হরিণ শিকারিরা হরিণ শিকার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিরখাল নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫১ কেজি হরিণের মাংসসহ নৌকা, দা, চাকু ও পটকাবাজি আটক করা হয়।

তিনি আরো জানান, কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে হরিণ শিকারিরা এ সময় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ