Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ট্রাক ভর্তি ভারতীয় পাথর আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ৫:৩৪ পিএম | আপডেট : ৫:৩৯ পিএম, ৩ মে, ২০১৭

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : অবৈধ পথে ভারত থেকে আনা ট্রাক ভর্তি মূল্যবান পাথর আটক করেছেন বিজিবি ও কাস্টমসের যৌথ টহল দল।

বুধবার ভোর রাতে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার (শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পাশে) একটি সড়কের উপর থেকে পাথরগুলো জব্দ করা হয়। তবে, তারা এ সময় কাউকে আটক করতে সক্ষম হননি। আটককৃত ট্রাকসহ পাথরের মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, সরকারে রাজস্ব ফাঁকি দিয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধ পথে এক ট্রাক ভারতীয় মূল্যবান কোয়াড পাথর রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও কাস্টমসের যৌথ টহল দল শহরের মুনজিতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে সড়কের উপর থেকে ট্রাক ভর্তি কোয়াড পাথর জব্দ করা হয়। তবে, তাদের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ট্রাকটি সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়।

তিনি আরো জানান, ট্রাকসহ জব্দকৃত পাথরের মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ