বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সড়কে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে এক নসিমনচালকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন চার মাছ বিক্রেতা।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বুধবার ভোরে ঝাউগড়া এলাকায় ডাকাতিসহ হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত মো. ডালিম (৪০) বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে। আহতরা হলেন - একই গ্রামের শাহ আলম (৩০), সেয়াম্মদ (৪৫), আলী আকবর (৩৬) ও শাহ আলম।
ওসি সাখাওয়াত আহতদের বরাতে বলেন, “চৈতনকান্দা গ্রামের চার মাছ বিক্রেতা একই গ্রামের ডালিমের নসিমনে করে মাছ কিনতে যাচ্ছিলেন ভুলতার পাইকারি বাজারে। ঝাউগড়া এলাকায় মুড়ির মিলের সামনে ১০-১২ জনের ডাকাতদল সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে নসিমনের গতিরোধ করে। সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে তাদের কাছে থাকা প্রায় ৭০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যায়।”
পরে স্থানীয়রা এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডালিমকে মৃত ঘোষণা করেন জানিয়ে ওসি সাখাওয়াত বলেন, পুলিশ ডাকাতি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।