Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব জাকের মঞ্জিলের ফাতেহা শরিফ সম্পন্ন

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : লক্ষ লক্ষ জাকেরান-আশেকান ও ভক্তবৃন্দের আহাজারী ভরা আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব বিশ্বওলী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব-এর ওফাত দিবস পালিত হয়েছে। গত সোমবার বাদ ফজর ফাতেহা শরিফ ও খতম শরিফ আদায়ন্তে পীর ছাহেবের রওজা মোবারক জিয়ারতের নিয়তে পবিত্র কোরআন তোলাওয়াত ও মিলাদ শেষে আরো একবার ফাতেহা শরিফ পাঠন্তে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। বড় ছাহেবজাদা আলহাজ মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে মেজ ছাহেবজাদা আলহাজ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব লক্ষ লক্ষ জাকেরান ও আশেকানদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে হাত তোলেন। প্রায় ২৫মিনিটের এ মোনাজাতে সমবেত জাকেরান ও আশেকান সহ মুসুল্লিয়ানবৃন্দ বুক ফাটা কান্না আর আহাজারী নিয়ে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে পানাহ চান। মেজ ছাহেবজাদা মহান আল্লাহর দরবারে সকলের পাপ ও কৃতকর্মের জন্য বার বারই আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে ক্ষমা প্রার্থনাসহ দুনিয়া ও আখেরাতের মূক্তির জন্য আর্জি পেস করেন। সমবেত মুসুল্লীয়ানবৃন্দ বুক ফাঁটা কান্না নিয়ে বার বারই আল্লাহুম্মা আমীন বলে আল্লাহ পাকের রহমত ও মাগফিরাত কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ