বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মো: দেলোয়ার হোসেন, গাজীপুর থেকে : গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম, বিপিএম (বার) বলেছেন গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, এ ঘটনায় পুলিশের কোন গাফিলতি থাকলে জড়িত পুলিশকেও ছাড় দেয়া হবে না। এ বিষয়ে গত সোমবার রাতে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুরকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- শ্রীপুর সার্কেলের এএসপি মো. শাহেদুল ইসলাম ও পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মমিনুল ইসলাম। তদন্ত কমিটি এক সদস্য জানান, ওই ঘটনায় শ্রীপুর থানা পুলিশের দায়িত্বে কোনো অবহেলা আছে কি না জানতে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশিদ সোমবার রাতে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে শ্রীপুরের সিটপাড়া গ্রামে দিনমজুর হযরত আলী ও তার পালিত মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়।
হযরত আলীর স্ত্রী হালিমা বেগমের অভিযোগ করে বলেন- তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে ফারুক। স্থানায়ীরা টের পেয়ে ওই মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে জানিয়ে প্রতিকার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হযরত আলী।
এ অভিযোগে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে এ ঘটনায় হালিমা বেগম ওই ইউপি সদস্যসহ সাতজনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন। সোমবার ওই মামলায় আবুল হোসেনকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে রেলওয়ে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।