রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং চৌধুরী পাড়ায় রবিবার রাতে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরী খাদিজা আক্তারের মুখ মন্ডল এসিড মেরে ঝলসে দিয়েছে বখাটে সালাউদ্দিন (২০)। এই ঘটনায় ওই রাতেই মেয়ে মা স্বপ্না আক্তার বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ বখাটে সালাউদ্দিনকে গ্রেফতার করে গত সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করে। জানা গেছে, উপজেলার নাছিরাবাদ গ্রামের জাকির হোসেনের স্ত্রী স্বপ্না আক্তার ৪ ছেলে ১ মেয়ে নিয়ে মাসখানেক আগে ভোলাচং চৌধুরী পাড়ায় বাসা ভাড়া নেয়। এরপর থেকে স্বপ্না আক্তারের বোনের ছেলে সালাউদ্দিন প্রায়ই খালাতো বোন খাদিজাকে উত্যক্ত করতো। ঘটনার দিন রাত প্রায় সাড়ে ১০টার দিকে খাদিজা টিওবওয়েল থেকে পানি আনতে গেলে বখাটে যুবক এসিড মেরে খাদিজার চোখ মুখ মন্ডল ঝলসে দেয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, এসিড নিক্ষেপকারী সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির উন্নত চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। এসিড নিক্ষেপকারী সালাউদ্দিনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভয়ে আর কেউ এ রকম অপরাধ না করে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে নিবিড় ভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।