রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে শত বছরের পুরানো একটি রেকর্ড়ীয় খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিশানবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলীর বাজার থেকে নলবুনিয়া হয়ে ভোলা নদীতে মিশে যাওয়া জনগুরুত্বপূর্ণ আমলকীতলা খালটিতে আকস্মিকভাবে বাঁধ দেওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা জানান, ওয়ার্ড মেম্বারের উদ্যোগে ৬/৭দিন পূর্বে পুরানো এই খালটিতে বাঁধ দেওয়া হয়েছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে প্রায় ৪শ’ বিঘা জমিতে থাকা কয়েকটি মৎস ঘের। কোন প্রকার নোটিশ বা সরকারি অনুমোদন ছাড়াই নেহায়েত ব্যাক্তিগত প্রয়োজনে খালটিতে বাঁধ দিয়ে পারাপারের জন্য এখানে থাকা পুলটি ভেঙ্গে ফেলা হয়েছে। এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মো. মেম্বার আবুল কালাম বলেন, ব্যাক্তিগত উদ্যোগে খালে বাঁধ দেওয়া হয়েছে। এই কাজটি চেয়ারম্যান ও আমার উদ্যোগে করেছি। এ সম্পর্কে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, লবন পানি প্রবেশ রোধে এবং স্থানীয়দের দাবির কারনে খালে বাঁধ দেওয়া হয়েছে। আমলকীতলা খালে এই বাঁধের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হোসাইন বলেন, ঘটনাটি আমাদের নজরে আসেনি। কেউ অভিযোগও করেনি। রেকর্ড়ীয় খালে কারো ব্যাক্তিগত উদ্যোগে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করার কোন বিধান নেই। জনস্বার্থে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।