Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খামার ভাঙচুর করে হাঁস-মুরগী মেরে ফেলল প্রতিপক্ষ

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের লোকজন হামলা করে খামার ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় খামারে থাকা ৫৫টি হাঁস-মুরগী মেরে ফেলে খামারীকে মারধর করে নগদ টাকা লুটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায়। হামলার শিকার ক্ষতিগ্রস্থ খামারী মোঃ রাশেদ বাবু জানান, বাড়িয়াছনি এলাকার আহসানুল্লাহর ছেলে সামসুল হক ও আজাহার, আফজাল হোসেনের ছেলে আবুল কালামদের সাথে তার পিতা শফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সোমবার সকালে তারা স্থানীয় অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে অতর্কিতভাবে তাদের বাড়ির পাশে গড়া হাঁস-মুরগীর খামারে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় খামারে থাকা ৫৫টি হাঁস-মুরগীর উপর ঘরের চালা ভেঙে পড়লে সেগুলো মারা যায়। এর প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসীরা খামারী রাশেদ বাবু ও তার পিতাকে লাঠিপেটা করে গুরুতর আহত করে। এ সময় তাদের পকেটে থাকা নগদ ৩০হাজার টাকা লুটে নেয় বলে জানান তিনি। এ বিষয়ে উপ পরিদর্শক (এসআই) আলআমিন বলেন, এ ধরনের একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফলে অভিযোগটি আমলে নেয়া হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ