বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীতে দু’দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হলেন, বংশালে আনিস বিশ্বাস (৫০), পল্লবীতে আবু তাহের (৩০) ও হাতিরঝিলে সবুজ (২৮)। লাশ গুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বংশালের ইংলিশ রোডে বাস চাপায় আনিস বিশ্বাস নামের এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। নিহতের ভগ্নিপতি নুরুল আলম সিকদার জানান, নিহত আনিস ঠেলাগাড়িতে করে বিভিন্ন টান্সপোর্টের মালামাল সরবরাহ করতেন। গতকাল ঠেলাগাড়ি নিয়ে ইংলিশ রোড দিয়ে যাওয়ার সময় দোহার পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাশিনা গ্রামে।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, সোমবার সকালে মিরপুর ১২ নম্বর সেকশনের ১৯০ নাম্বর বাসার জানালার গ্রীলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবসস্থায় আবু তাহের নামে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পাঁচ পুকুরিয়া গ্রামে।
এদিকে, সোমবার সকালে হাতিরঝিল থেকে সবুজ নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. মাজেদ জানান, লাশটি পানিতে ভাসমান দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সবুজ মাদকসেবী ছিল। সবগুলো ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।