Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্গত হাওরবাসীর পাশে দাঁড়ান - আল্লামা শফী

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলের দুর্ভোগের শিকার অসহায় মানুষের পাশে যার যার সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, ইসলাম সাম্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয় এবং মুসলমান পরস্পর ভাই ভাই। সুতরাং ধর্ম, বর্ণ নির্বিশেষে অসহায় মানবতার পাশে স্বচ্ছলদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি ব্যক্তিগত কিংবা সম্মিলিত উদ্যোগে ত্রাণসামগ্রী সংগ্রহ করে তা দুর্গতদের মাঝে বিলি-বণ্টন করার পরামর্শ দেন।
এদিকে ফেনী জেলা হেফাজতে ইসলামের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদের মান অর্জনে সফল নেতৃত্বের জন্য আল্লামা শাহ আহমদ শফীকে তার কার্যালয়ে এসে অভিনন্দন জানান। এ সময় ফেনী জেলা হেফাজতের সভাপতি মাওলানা আবুল কাসেম ভূঁইয়া এবং সেক্রেটারী মাওলানা মুফতী রহিমুল্লাহ কাসেমী মাওলানা জাকির আহমদ চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মুফতী আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। আল্লামা শফী ছোটখাটো ভেদাভেদ ও মতপার্থক্য দূর করে সর্বাবস্থায় ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ