Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রত্যাহার করা হয়েছে চিত্রনায়ক শাকিবের উপর চলচ্চিত্র পরিচালক সমিতিসহ মোট ১৩টি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের অনির্দিষ্টকালের কার্য বিরতির সিদ্বান্ত। গত ১ মে দুপুরে সকল সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরি সভায় শাকিব খানের ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এ সময় চিত্রনায়ক ও পরিচালক আলমগীর বলেন, আমরা একটি সুষ্ঠু সমাধানে পৌঁছেছি। শাকিব তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। আমরাও তা আমলে নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছি। এছাড়া একটি সম্মিলিত নীতিমালা গঠনের লক্ষ্যে সকল সমিতির নেতৃবৃন্দকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। সামনে এই নীতিমালা মেনেই সবাইকে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিচালক শামীম আহমেদ রনীর পরিচালক সমিতির সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। এই সংবাদ সম্মেলনে সকল সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় শাকিব চলচ্চিত্র পরিচালক সমিতিতে হাজির হয়ে সবার কাছে হাতজোড় করে ক্ষমা চান। গত ২৯ এপ্রিল চলচ্চিত্র পরিচালক সমিতিতে এক সংবাদ সম্মেলনে শাকিবের সাথে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের ঘোষণা করে চলচ্চিত্র পরিচালক সমিতিসহ মোট ১৩টি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ