Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহবুবা ইসলাম সুমী’র প্রথম চলচ্চিত্র তুমি রবে নীরবে

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ৮ মে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম ‘মুক্তি দিতে যাচ্ছে মাহবুবা ইসলাম সুমী পরিচালিত প্রথম সিনেমা ‘তুমি রবে নীরবে’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বণে নির্মিত এর চিত্রনাট্যও করেছেন তিনি। এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শিল্পী ভাস্বর চ্যাটার্জী ও অমৃতা চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ থেকে অভিনয় করেছেন তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ। এর গল্পে দেখা যাবে, শশাঙ্ক এবং শর্মী বিবাহিত জীবন অনেক বছরের। শশাঙ্ক ইঞ্জিনিয়ার। শশাঙ্ক এবং শর্মী কোন সন্তান নেই। শর্মী ছোট বোন উর্মি পড়াশোনা করা মেয়ে। বাবা চান উর্মি লন্ডন থেকে পড়াশোনা করে ডাক্তার হোক। বাবার পছন্দের ছেলে নীরদের সাথে উর্মির বিয়ে ঠিক হয়। উর্মির বিয়ের খবর শুনে শশাঙ্ক (বড় বোনের স্বামী) কষ্ট পায় কারণ শশাঙ্ক উর্মিকে ভালবাসে। শুরু হয় সম্পর্কের টানাপোড়ন। একসময় বড় বোন বুঝতে পাড়ে স্বামী উর্মিকে ভালবাসে, ত্রিভুজ প্রেমের গল্পটি এভাবেই এগিয়ে চলে পরিনতির দিকে। চলচ্চিত্রটি ঢাকাসহ একযুগে সারাদেশে মুক্তি পাবে একইদিন থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ