Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম


আব্দুস ছোবহান ভূঁইয়া সভাপতি তসলিম মহাসচিব মাওলানা ফজলুর অর্থ সচিব নির্বাচিত
স্টাফ রিপোর্টার : হাবের ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (অফিস বেয়ারার) গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নয়া পল্টনস্থ হাব কার্যালয়ে হাবের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ হাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদসহ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক পরিষদের নির্বাচিত সদস্যদের নামের তালিকা ঘোষণা করেন। হাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে আলহাজ আব্দুস ছোবহান ভূঁইয়া এবং মহাসচিব পদে এম শাহাদাত হোসাইন তসলিম নির্বাচিত হয়েছেন। গত ২০ এপ্রিল হাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৭-২-১৯) হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট মাত্র একটি সদস্য পদ ব্যতীত পূর্ণ প্যানেলে বিজয় লাভ করে। হাবের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, সহ-সভাপতি আব্দুস সালাম আরেফ, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহ-সভাপতি খাজা মঈনউদ্দিন আহমদ জালালাবাদী, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন মিন্টু, যুগ্ম-মহাসচিব মাহমুদুল হক পেয়ারু, যুগ্ম-মহাসচিব জহিরুল কবীর চৌধুরী (শিরু), অর্থ সচিব আলহাজ মাওলানা ফজলুর রহমান, জনসংযোগ সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সচিব লায়ন মোঃ সোলাইমান, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ তাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এএসএম ইব্রাহিম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য আকবর হোসেন মঞ্জু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আলহাজ এডভোকেট আব্দুল্লাহ আল নাসের, কার্যনির্বাহী সদস্য ক্বারী গোলাম মোস্তফা, কার্যনির্বাহী সদস্য এমএনএইচ খাদেম দুলাল, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুল কাদির, কার্যনির্বাহী সদস্য আলহাজ মোহাম্মদ আবু তাহের, কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী গোলাম মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মোঃ মাজহারুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ নাজিম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য ফরিদ আহমেদ মজুমদার।
হাব ঢাকা আঞ্চলিক পরিষদের নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন, চেয়ারম্যান আব্দুস সালাম আরেফ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান খান, সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মিন্টু, অর্থ সম্পাদক আলহাজ মাওলানা মোঃ শাহাদাৎ হোসাইন, সদস্য আলহাজ মোঃ আমিনুল হক আমিন, সদস্য মুফতী আব্দুল কাদের মোল্লা, সদস্য আজাদ হোসেন, সদস্য আলহাজ মোহাম্মদ শহীদ উল্লাহ খান, সদস্য সরদার আব্দুর রশীদ, সদস্য মোঃ আব্দুল্লাহিল ওয়াহীদ, সদস্য লুৎফর রহমান, সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য এএইচএম মোস্তাফিজুর রহমান ও সদস্য মোঃ আজিজুর রহমান পাটওয়ারী। হাব চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন, চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম, সম্পাদক মাহমুদুল হক পেয়ারু, অর্থ সম্পাদক, মোহাম্মদ মোরশেদুল আলম, সদস্য মোঃ ইয়াছিন চৌধুরী, সদস্য এটিএম রশিদ উদ্দিন, সদস্য আলহাজ মৌলানা মোহামদ ইদ্রিছ, সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী (হালিম) ও সদস্য আলহাজ সুফী মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। হাব সিলেট আঞ্চলিক পরিষদের কর্মকর্তারা হচ্ছেন, চেয়ারম্যান খাজা মঈনউদ্দিন আহমদ জালালাবাদী, ভাইস চেয়ারম্যান মোঃ তৈয়ুবুর রহমান, সম্পাদক জহিরুল কবীর চৌধুরী (শিরু), অর্থ সম্পাদক মোঃ মোদাব্বির হোসেন খান (মনসুর), সদস্য মোহাম্মদ সামছুল আলম, সদস্য মোহামদ ফয়জুল বাশার, সদস্য কামরুল হক, সদস্য আব্দুল বাছিত ও সদস্য মাসুদ আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ