Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে চিকিৎসক, শিক্ষকসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আমরা এমন কোনো কাজ না করি বা এমন কোনো কথা না বলি যাতে আমাদের ক্ষতি হয়। জনগণ তাদের ক্যামেরা আমাদের দিকে তাক করে রেখেছে। শেষ সময়ে সবাই কথা ও কাজে বেসামাল হয়ে যায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিলন হলে আয়োজিত এ সভায় সভাপতিত্বে করেন ভিসি প্রফেসর ডা: কামরুল হাসান খান। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা: মো: এহতেশামুল হক চৌধুরী, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ডা: এম ইকবাল আর্সলান, মহাসচিব প্রফেসর ডা: এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, আমাদের সবাইকে সাবধান হতে হবে। নিজেদের মধ্যে কোনো দলাদলি করা যাবে না। আপনারা ডাক্তার, আপনাদের কাজ জনগণকে সেবা দেয়া। কিন্তু আপনারা যদি দলাদলি করেন তাহলে জনগণ তো সেবা পাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জন ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে আবার জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে হবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো সংশয় নেই। আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কোনো ফর্মুলা দিয়ে কাজ হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিএনপির বন্ধুদের বলি, ফর্মুলা দেয়া বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন।  
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু হার হ্রাস পেয়েছে। এ খাতে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল নির্মাণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: কামরুল হাসান খান বলেন, আন্তর্জাতিক র‌্যাংকিং-এ এই বিশ্ববিদ্যালয় শক্তিশালী অবস্থানে রয়েছে। এখানে চিকিৎসাসেবার মান বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা, শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রমকে আরো এগিয়ে নিতে বর্তমান প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ২০তম দিবস উপলক্ষে রোববার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পামাল্য নিবেদন করা হয়। এছাড়া জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকায় প্রেসিডেন্ট মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ