Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড় জেলা সংবাদদাতা আটোয়ারী সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ৬:০৯ পিএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জোতদারপাড়া সীমান্তে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ রোববার সকালে ওই সীমান্তের ৪১১ মেইন পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরের একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে স্থানীয়রা সীমান্তের ওই চা বাগানে সাউন্ড গ্রেনেডটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে জোতদারপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গ্রেনেডটি উদ্ধার করে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও চোরাচালান ঠেকাতে এমন সাউন্ড গ্রেনেড ব্যবহার হয়ে থাকে বলে বিজিবি সূত্র জানায়।

বিজিবির জোতদারপাড়া কোম্পানি কমান্ডার দিদার আহমেদ বলেন, উদ্ধার সাউন্ড গ্রেনেডটি সক্রিয় কিনা, তা বিশেষজ্ঞ ছাড়া বলা সম্ভব নয়। তবে গ্রেনেডটি থানা পুলিশের কাছে হস্তান্তর এবং বিজিবির পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ