Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ২:০২ পিএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে কুপিয়ে জখম করেছে এক যুবক। গতরাতে সদর উপজেলার জকসিন বাজারে এ ঘটনা ঘটে।
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্থানীয় বখাটে যুবক দেলোয়ার তার ওপর এ হামলা চালায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। গুরুত্বর আহত অবস্থায় আব্দুর রহমানকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত দেলোয়ার পলাতক।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শোয়েব আহমদ জানান, আব্দুর রহমানের মাথায়, বাম হাতে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশংকাজনক মনে হওয়ায় নোয়াখালী পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, আব্দুর রহমানকে এক যুবক কুপিয়ে আহত করেছে। আহতের চিকিৎসা চলছে, অভিযুক্ত পলাতক রয়েছে, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ