বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : হাওরে বাঁধ নির্মাণে কোন ধরণের গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সুনামগঞ্জের শাল্লায় হাওর পরিদর্শনে গিয়ে ত্রাণ বিতরণ পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা তদন্ত করছি। এতে বাঁধ নির্মাণে কোন ধরণের গাফিলতি প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হবেনা। তিনি বলেন, আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। এখানে দুর্যোগ আসবেই। তবে নিয়মিত দুর্যোগকে মোকাবিলা করেই বেচে থাকতে হবে। এর জন্য হাওর অঞ্চলে আবাসিক স্কুল তৈরি করে দিতে শিক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছি। আগামীতে হাওর অঞ্চল ও পাহাড়ি অঞ্চলের ছেলে-মেয়েদের জন্য আবাসিক স্কুল তৈরি করে দেয়া হবে। যেন কোন ধরণের দুর্যোগ আসলে ছেলে-মেয়েরা সেখানে থেকে পড়া-লেখা করতে পারে। দুর্যোগের সময় দূর থেকে নৌকায় করে এসে পড়তে হবে না। এ সময় তিনি আরও বলেন, এই বিভাগে ও জেলায় একটিও গৃহহীন মানুষ থাকবে না। আমরা সকল গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেব। স্থানীয় প্রশাসন ও ডিসিদের বলছি আপনারা তালিকা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।