Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাওরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১১:২১ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার আসাদপুর গ্রামের নিখোঁজ কৃষক ভিক্ষু মিয়ার (৩২) লাশ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ।
তিনি হাওরে ডুবে যাওয়া ধান তুলতে গিয়ে শুক্রবার বিকেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলেন। রোববার সকাল ১০টার দিকে হাওরের পানি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সূত্র জানায়, জেলার খালিয়াজুরীর আসাদপুর গ্রামের ভিক্ষু মিয়া তার ভাই ভিকচান মিয়াকে নিয়ে ছোট নৌকায় করে শুক্রবার বিকেলে গ্রামের সামনে রোয়াইল হাওরে ডুবে যাওয়া ধান তুলতে যান। হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকাটি উল্টে যায়। এ সময় কৃষক ভিকচান কোনো রকমে তীরে উঠতে পারলেও ভিক্ষু মিয়া নিখোঁজ হন। খালিয়াজুরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিক্ষু মিয়ার পরিবারকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ