Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী আরিফকে মৃত ঘোষণা

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১:২৪ এএম

ইনকিলাব ডেস্ক : প্রখ্যাত বাচিক শিল্পী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফ (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ‘লাইফ সাপোর্ট’ খুলে ফেলে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।
শুক্রবার মাঝরাত থেকে তাকে ক্লিনিক্যালি ডেথ বলে ঘোষণা দেন চিকিৎসকেরা। গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়। নিউইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স নামের ওই হাসপাতালে ২৫ এপ্রিল কাজী আরিফের হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। কাজী আরিফ দীর্ঘদিন থেকেই হৃদ্রোগে ভুগছিলেন।
কাজী আরিফের জন্ম ১৯৫২ সালের ৩১ অক্টোবর, রাজবাড়ী জেলায়। তবে তার শিক্ষা ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। একই সঙ্গে শিল্প-সাহিত্যের চর্চার হাতেখড়িও সেখানে। স্থাপত্য বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। কাজী আরিফ ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশে আবৃত্তিচর্চা এবং আবৃত্তি আধুনিক সংগঠিত রূপ দিতে তিনি গত শতকের আশির দশকে অন্যতম ভূমিকা পালন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ