পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০৫ শতাংশ চূড়ান্ত ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের বাটা সু লিমিটেড। এর আগে কোম্পানি ২২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সব মিলিয়ে ২০১৬ অর্থবছরের জন্য বাটা সু ৩৩০ শতাংশ ঘোষণা করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬.২৪ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫৯.৯৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ৭৮.৬৯ টাকা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন সকাল সাড়ে ১০টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গণ, টঙ্গী, ঢাকায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে। এদিকে, প্রথম প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২.৫৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ১১.৬০ টাকা ছিল। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানির ইপিএস ৮ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের (এনএভি) হয়েছে ২৭২.৫৩ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ৩৬.৭৭ টাকা (মাইনাস)। যা আগের বছর একই সময়ে এনএভি ছিল ২২৮.৩৫ টাকা এবং এনওসিএফপিএস ছিল ১ টাকা। উল্লেখ্য, এর আগের বছর অর্থাৎ ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০৫ শতাংশ নগদ এবং ২১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদসহ মোট ২২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। Ñওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।