রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে ছেলে ও ছেলের বউয়ের হাতে নূর মোহাম্মদ নামে (৭৫) নামে হতভাগ্য এক বাবা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ড়শ শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর গ্রামে। নিহত ওই বৃদ্ধ ৬ ছেলে ও ৪ মেয়ের জনক। তবে ওই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ওই বৃদ্ধের বড় ছেলের বউ মরিয়ম বেগম জানায়, আমার শ^শুরের সব ছেলেই পেশায় জেলে। গত দুমাস নদীতে মাছ ধরা বন্ধ থাকায় আর্থিকভাবে তারা অভাব-অনটনের মধ্যে রয়েছে। এরইমধ্যে শ^শুরের চাষকৃত বস্তাভর্তি বাদামের কিছু অংশ ঘর চুরি হয়ে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন শুক্রবার বিকেলে আমার শ^শুর তার মেঝ ছেলে আলমগীর ও তার বউ সালেহা বেগমকে দোষারোপ করে গালাগাল দেয়। এতে তারা ক্ষীপ্ত হয়ে দুজন বাইরে এসে নূর মোহাম্মদকে মারধর করেন। একপর্যায়ে সালেহা বেগম তার হাতে থাকা কাঠের টুকরা দিয়ে শ^শুর নূর মোহাম্মদের পেটের বাম পাশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আহতাবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. মহিউদ্দিন জানায়, সুরতহাল রিপোর্টে আমরা নূর মোহাম্মদের হাতে, পেটে ও অÐকোষে আঘাতের চিহৃ রয়েছে। তবে ময়ণাতদন্তশেষে বিস্তারিত বলা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।