Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ১১৫ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগসহ মধুখালীতে ৩ দফায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শেষ হয়েছে। গত ১৮ ফেব্রæয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। উপজেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৪২৫ জন, অনলঅইনে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার আবেদন করেছেন আরও ৫২৬ জন। এ ছাড়াও অন লাইনে আবেদন করেন নাই অথচ আবেদন করার জন্য অপেক্ষায় আছেন ১৪ জন। যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফয়েজ, জেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, জেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব ও সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ