রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : কালিয়াকৈরে সরকারি বনের ভেতর অবৈধ ভাবে স্থাপিত তিনটি স’মিল উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার সকালে গাজীপুর জেলার সহকারী বনসংরক্ষক এনামুলের হকের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, এক শ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ উপজেলার কালিয়াকৈর ও কাঁচিঘাটা রেঞ্জের সরকারী বনের ভেতর সম্পূর্ণ অবৈধভাবে শতাধিক স’মিল স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছে। এসব স’মিলে সরকারি বনের চোরাই কাঠ চিড়াই করা হয় বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে ওইসব স,মিল উচ্ছেদ করার জন্য গাজীপুর জেলার সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হকের নেতৃত্বে শনিবার সকালে উপজেলার কালিয়াকৈর ও কাঁচিঘাটা রেঞ্জের বিভিন্ন স,মিলে অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার কাঁচিঘাটা রেঞ্জের সদর বিটের অধীন পাবুরিয়াচালা এলাকার মেসার্স কালুর স’মিল, মনতলা এলাকার আনজু মিয়ার স’মিল, ও কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বাড়ইপাড়া বিটের মাধবপুর এলাকার মেসার্স রতন স’মিল উচ্ছেদ করে মালামাল জব্দ হয়। এসময় কালিয়াকৈর রেঞ্জকর্মকর্তা তাপস সান্যাল, চন্দ্রা বিট কমকর্তা মাহমুদুল হক মুরাদ, বাড়ইপাড়া বিট কর্মকর্তা আব্দুল জলিল, মৌচাক বিট কর্মকর্তা আব্দুল আহাদ, বোয়ালী বিট কর্মকর্তা মহি উদ্দিন আহমেদ, রঘনাথপুর বিট কর্মকর্তা দিলিপ মজুমদার, কাঁচিঘাটা সদর বিট কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, জাথালিয়া বিট কর্মকর্তা আবদুল বারীসহ দুই রেঞ্জের বনকর্মচারীরা অভিযানে অংশ নেয়। এ ব্যাপারে আলাপকালে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল বিষয়টি নিশ্চিত করে বলেন , আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।