Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : পাঁচবিবিতে আটাপাড়া সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাকী আক্তার (১৩) কে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পাঁচবিবি- হিলি সড়কের আটাপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে একাত্মা প্রকাশ করে বক্তব্য রাখেন বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, জেলা পরিষদের সদস্য আফজাল হোসেন আঙ্গুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: মোকলেছুর রহমান, প্রধান শিক্ষক অনুক‚ল চন্দ্র, সাংবাদিক মোশাররফ হোসেন মজনু ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত রোববার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। বখাটে সাব্বির রহমান সুইট একই এলাকার ৮ম শ্রেণির ছাত্রী সাকী আক্তারকে ধর্ষণ করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
‘উন্নত আগামীর জন্য’- এই সেøাগানকে সামনে রেখে পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এ উপলক্ষে শনিবার দুপুরে পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামসুল আলম দুদু মেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি সহকারী কমিশনার (ভ‚মি) হেদায়েতুল ইসলাম ও পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ