রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : পাঁচবিবিতে আটাপাড়া সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাকী আক্তার (১৩) কে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পাঁচবিবি- হিলি সড়কের আটাপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে একাত্মা প্রকাশ করে বক্তব্য রাখেন বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, জেলা পরিষদের সদস্য আফজাল হোসেন আঙ্গুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: মোকলেছুর রহমান, প্রধান শিক্ষক অনুক‚ল চন্দ্র, সাংবাদিক মোশাররফ হোসেন মজনু ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত রোববার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। বখাটে সাব্বির রহমান সুইট একই এলাকার ৮ম শ্রেণির ছাত্রী সাকী আক্তারকে ধর্ষণ করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
‘উন্নত আগামীর জন্য’- এই সেøাগানকে সামনে রেখে পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এ উপলক্ষে শনিবার দুপুরে পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামসুল আলম দুদু মেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি সহকারী কমিশনার (ভ‚মি) হেদায়েতুল ইসলাম ও পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।