Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালবৈশাখীর আঘাতে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়-ক্ষতি

সিলেট অফিস | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ৫:৩১ পিএম

সিলেট অফিস : কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। প্রেসিডেন্ট বক্স, মিডিয়া বক্স ও হসপিটালিটি বক্সের কাঁচগুলো ভেঙে পড়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নগরীর কোথাও কোনো ক্ষয়ক্ষতি না হলেও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভেঙে গেছে কাঁচের তৈরি দেয়াল। এতে বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে আসবাবপত্রেরও। নির্মাণ কাজে ত্রুটি ও অনিয়মের কারণে অল্প দিনের মধ্যে এগুলো ভেঙে পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল আজ শনিবার সকালে বলেন, স্টেডিয়ামটির আশপাশে বড় ধরনের স্থাপনা না থাকায় ঝড়ের বাতাস সরাসরি স্টেডিয়ামেই আঘাত হানে। বাতাসের গতি বেশি থাকায় কাঁচের তৈরি দেয়াল ভেঙে গেছে। বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদকে জানানো হয়েছে। দ্রুত একটি টিম স্টেডিয়ামে আসবে বলে জানান এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ