বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ক্ষমতার অপব্যবহার করবেন না। টাকা-পয়সা থাকবে না। ক্ষমতা না থাকলে টাকা নিয়ে পালিয়ে থাকতে হবে। আজ শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম প্রমুখ। বিএনপিকে ‘নালিশ পার্টি’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেছেন, হিলারি বা নরেন্দ্র মোদী কাউকে ক্ষমতায় বসাতে পারবেন না। ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশের জনগণ। মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, যা হওয়ার হয়ে গেছে। নাছির আপনার ছেলের মতো। তাকে (নাছির) বাসায় ডেকে নিয়ে শাসন করতে পারেন। আপনি আমারও মুরব্বি।
এদিকে প্রতিনিধি সভার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার রাতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে যান এবং সেখানে দু’জনে একসাথে রাতের খাবার সারেন। # আ/আলী ২৯/০৪/১৭ইং
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।