Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতায় না থাকলে টাকা নিয়ে পালিয়ে থাকতে হবে -ওবায়দুল কাদের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ৫:২৮ পিএম | আপডেট : ৫:৩৭ পিএম, ২৯ এপ্রিল, ২০১৭

চট্টগ্রাম ব্যুরো : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ক্ষমতার অপব্যবহার করবেন না। টাকা-পয়সা থাকবে না। ক্ষমতা না থাকলে টাকা নিয়ে পালিয়ে থাকতে হবে। আজ শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম প্রমুখ। বিএনপিকে ‘নালিশ পার্টি’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেছেন, হিলারি বা নরেন্দ্র মোদী কাউকে ক্ষমতায় বসাতে পারবেন না। ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশের জনগণ। মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, যা হওয়ার হয়ে গেছে। নাছির আপনার ছেলের মতো। তাকে (নাছির) বাসায় ডেকে নিয়ে শাসন করতে পারেন। আপনি আমারও মুরব্বি।
এদিকে প্রতিনিধি সভার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার রাতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে যান এবং সেখানে দু’জনে একসাথে রাতের খাবার সারেন। # আ/আলী ২৯/০৪/১৭ইং



 

Show all comments
  • Nur- Muhammad ২৯ এপ্রিল, ২০১৭, ৮:৫২ পিএম says : 0
    মননীয় মন্রী, টাকা কি তা হলে অবৈধ? অবৈধ টাকা বৈধ করার জন্য ক্ষমতা দরকার। তাই ত জনগণ চাইল না, ভোট ছাড়া নির্বাচনের খেলা খেললেন। ভোট ছাড়া ক্ষমতায় বসে রলেন। বিএনপি নালিশ পার্টি হলে, আপনারা জপ পার্টি। জনগণ এমনটাই বলে। চট্রগ্রাম গেলেন, ২ নেতার বিরুধ মীমাংসা করতে। এখানে বিএনপিকে টেনে আনলেন কেন? বিএনপি ত মহিদ্দিন আর নাছিরের বিরুধ লাগায় নাই। ভাগ বাটরা কমবেশ হয় বিধায় উভয়ে বিরুধে জড়ায়েছে। এখন ঐ খানে গেছেন, ভাগবাটরার সীমারেখা ঠিক করে দেন, দেখবেন বিরুধ শেষ হয়ে গেছে। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ২৯ এপ্রিল, ২০১৭, ১০:৪৬ পিএম says : 0
    জনাব ওবায়েদ ভাই, সবায়কে পালাতে হবে না। অদ্য পর্যন্ত আপনার ক্রিয়াকলাপে জনগণ খুশি। আপনাকে পালাতে হবে না। যদি "১৪ এর কলন্ক না থাকত, আপনি হতেন যোগ্য উত্তরসুরি। হতেন উজ্জল চাঁদনী। পালাতে হবে, গডফাদারদের। কক্স বাজার, নাঃ গন্ঞ্জের গডফাদারদের পালাতে হবে এতে সন্দেহ নাই। কক্স বাজারের গডফাদার মুছকি হেঁসে হাত নেড়ে আর নাঃ গন্ঞ্জের গডফাদার টুপি মাথায় ওয়াজ করে জনগণের সাথে মসকারা করছে। এই সব সবই বুজা যাবে ক্ষমতা হারালে। এখন জনগণকে আই ওয়াস করছেন। বলছেন, ক্ষমতার উৎস জনগণ। মেয়াদ শেষ হলে বলবেন, ক্ষমতার উৎস আমার দল। কেননা এমপি, মন্রী আমার চাই, ভোটের কোন দরকার নাই। মেয়াদ শেষের দিন বলে দিবেন, আমিই ক্ষমতার মালিক। নির্বাচন কমিশন তাড়াতাড়ি গেজেট করবে। আপনাদিগকে সংসদে ঢুকে দিবে। এই ত আবিস্কার করলেন ক্ষমতার এক অভিনব পালা। তবে জনগণ সুযোগ খুঁজতেছে, আপনাদের ক্ষমতার এই জাল ছিন্ন করতে। ছিন্ন হলে ছিটকে পড়বেন, দড়াতে বেশ বেগ পাবেন। তাই আশা করি, জনগণের কাঙ্খিত ভোটাধিকার ও গণতন্র ফিরে দিবেন। ধন্যবাদ।সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • S. Anwar ১ মে, ২০১৭, ১০:২০ পিএম says : 0
    পালানোর সময় আর বেশী দুরে নয়। তবে নিজে পালানোর রাস্তা পাওয়া যাবে কিনা সেটাই এখন কাউয়াদের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। টাকার বস্তা নিয়ে পালানোতো দূরের কথা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ