Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে পুলিশের ‘ব্লক রেইড’ অভিযান

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ৩:৪২ পিএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে জঙ্গি তৎপরতা রোধে ‘ব্লক রেইড’ অভিযান শুরু করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টা থেকে ফেনী পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে একযোগে এ অভিযান শুরু হয়।
এ সময় জামায়াত অধ্যুষিত পাঠানবাড়ী এলাকাসহ অপরাধ প্রবণ এলাকা রামপুর, মাস্টার পাড়া, সহদেবপুর, বিরিঞ্চি, বনানি পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েও পুলিশ কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করতে পারিনি। অভিযান চলাকালে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আগামী তিন দিনের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য দিতে বাড়ির মালিকদের নির্দেশ দেয়া হয়।

ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার জানান, জঙ্গি তৎপরতা যাতে বৃদ্ধি না পায়- সে বিষয়ে সচেতন করতে ফেনীকে বিভিন্ন এলাকায় ভাগ করে ব্লক রেইড অভিযান পরিচালনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ