Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখাউাড়ায় ট্রাক চাপায় চালক নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ৩:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক চাপায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরো তিন যাত্রী। সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে উপজেলার ছতুরা শরীফ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির ওসি মো. জিয়াউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লাগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১৯-৬০২১) প্রাইভেটকারটি ওই এলাকায় আসলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৮১৮১) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল মিয়া (৩০) প্রাইভেটকার চালক নিহত হয়। নিহত চালকের গ্রামের বড়ি ঢাকার রায়েরবজারের কুতুবপুরে। আহত তিন জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ