Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে হরকাতুল জিহাদের নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ২:৫৬ পিএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে হরকাতুল জিহাদের আঞ্চলিক নেতা মাওলানা আব্দুল আলিমকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব । আজ শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাওলানা আব্দুল আলিম সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার অভয়তলা গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত আমির ও আঞ্চলিক নেতা। তাকে চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ র‌্যাবের মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ঝিনাইদহ সদরের হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে হরকাতুল জিহাদের আঞ্চলিক নেতা ও সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় সন্ত্রাস ও জঙ্গি আইনে একটি মামলা রয়েছে। তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ