Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১:৫৫ পিএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরো একজন শ্রমিক মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম জানান, ওই ঘটনায় দগ্ধ বীরেন্দ্র চন্দ্র (৫০) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৭টায় মারা যান। তিনি সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন। ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আরও চারজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। প্রসঙ্গত, দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে ১৯ শে এপ্রিল বয়লার বিস্ফোরণে ২১ শ্রমিক দগ্ধ হন। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন মারা গেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ