Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সাবরাং সমুদ্র সৈকত এলাকার কচুবনিয়ার খুরের মুখ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান নিয়ে বঙ্গোপসাগর হয়ে সমুদ্র উপক‚ল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এমন গোপন সংবাদে বিজিবি এই এলাকায় টহল জোরদার করে। বিজিবির একটি দল কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পানের বরজের কাছে খড় ও লতাপাতা দিয়ে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪টি বস্তা দেখতে পায়। বস্তাগুলো খুলে ১২ লাখ ১০ হাজার ইয়াবা গণনা করে পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ বিজিবির ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ