Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মহাসড়কে বাড়ছে নছিমন-করিমনের দৌরাত্ম্য

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে : পাবনার চাটমোহরসহ স্থানীয় সড়ক, মহাসড়কে নছিমন-করিমন অবাধে বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে। বাড়ছে দুর্ঘটনাও। এসব যান্ত্রিক অবৈধ যানবাহন চলাচল করায় সচেতন প্রতিটি মানুষ তার মতো বিরক্তই শুধু নন, আতঙ্কিতও। অথচ কোর্টের বারণ আছে। কারণ অবৈধ এ যান দুটির কারণে মহাসড়কে দুর্ঘটনা বেড়ে গেছে ব্যাপকভাবে। অবৈধ এ যানবাহনগুলোর চলাচলের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অনেকের অভিযোগ। পাবনা জেলার সর্বত্র বিশেষ করে পাবনা-চাটমোহর ভায়া ফরিদপুর সড়কে, কাশিনাথপুর, টেবুনিয়া, দাশুড়িয়া, আতাইকুলা, বেড়া, মুলাডুলি, পুষ্পপাড়া এলাকায় নসিমন-করিমনসহ ইঞ্জিনচালিত ট্রলিগুলো চলাচল করে সবচেয়ে বেশি। এগুলোর অবাধ চলাচলের কারণে নিয়মিতভাবে ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। অবৈধ এ যানবাহনগুলোর কারণে সংঘটিত দুর্ঘটনায় এ পর্যন্ত ঠিক কতজন প্রাণ হারিয়েছে তার সঠিক হিসাব পাওয়া না গেলেও পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িতদের মতে, গত ১২ বছরে কয়েকশ বিভিন্ন বয়সের মানুষ প্রাণ হারিয়েছেন। এসব জায়গায় কয়েকজন ব্যস্ত রয়েছে সেগুলোর চালকদের কাছ থেকে টাকা তোলায়। চালকের সঙ্গে কথা বলে জানা যায়, যারা টাকা তুলছে তাদেরকে মাস্টার বলা হয়। মাস্টাররা প্রতিটি নছিমন-করিমন থেকে পুলিশের কথা বলে মাসিক ২০০ থেকে ৩০০ টাকা ছাড়াও প্রতিদিন ১০ থেকে ২০ টাকা করে নিয়ে থাকে। সংশ্লিষ্ট কয়েকজন জানান, যে টাকা তোলা হয় তার একটা মোটা অংশ পুলিশকে দেওয়া হয়। বাকিটা তারা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন। গোটা জেলায় যত সড়ক দুর্ঘটনা ঘটছে তার বেশির ভাগ অবৈধ এ যানবাহনগুলোর কারণে ঘটছে। পুলিশের একটি সূত্র জানায়, পুলিশের নাম করে টাকা তোলার ব্যাপারটি তার জানা নেই। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) পাবনার অফিস থেকে বলা হয়, তারা চাইলেও রাজনৈতিক কারণে অনেক সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। এখন গ্রাম ছেড়ে নছিমন-করিমন, ভটভটিসহ বিভিন্ন যান্ত্রিক যানবাহন স্থানীয় সড়ক, মহাসড়কে ঘুরে বেড়াচ্ছে মহাদাপটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ