Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাপদাহে জনজীবনে স্থবিরতা

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আবহমানকাল যাবৎ এদেশের আবহাওয়া জলবায়ু প্রাকৃতিক পরিবেশ সব কিছুর সমন্বয়ে ছয় ঋতু হিসেবে পরিগণিত। বিশ্ব ব্যবস্থায় আর বাস্তবতায় জলবায়ু পরিবর্তন, পরিবর্ধন আর সংকুচিত হওয়ার কারণ হেতু আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশকে ঝাঁকি দিয়েছে আর উক্ত ঝাঁকির কারণে ছয় ঋতুতে ভাঙন শুরু হয়েছে। আবহমানকালের ছয় ঋতু সাম্প্রতিক বছরগুলোতে গুটিকয়েক ঋতুতে পরিণত হয়েছে। আর এ কারণে আবহাওয়ার গতি প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন এবং পরিবর্ধন হতে চলেছে। বর্তমান সময়ে গ্রীষ্মের ভয়াবহতা আসন্ন, প্রচÐ তাপদাহ আর ভ্যাপসা গরম জনজীবনকে বিপন্ন করে তুলেছে। কথায় বলে চৈত্র মাসের দুপুর বেলায়, আগুন হাওয়া বয় দস্যু ছেলে ঘুরে বেড়ায় সকল পাড়াময়, হ্যাঁ, সত্যিকার অর্থে চৈত্র মাসে আগুন হাওয়া বয়, বর্তমান সময়ে সেই আগুন হাওয়ায় দস্যু ছেলেও পাড়াময় ঘুরে বেড়াতে পারছে না, গ্রীষ্মের ভয়াবহ তাপদাহের কাছে পরাজিত দস্যু ছেলে। কয়েক দিন যাবৎ ব্যাপক তাপবিকিরণ করছে সূর্য, সকাল হতে না হতেই সূর্যের প্রখরতা ছড়িয়ে পড়ছে। কালিগঞ্জে হঠাৎ গরমে চারদিকে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে চলাফেরা সামান্য রৌদ্রে গেলেই অস্বস্তি প্রচন্ড গরম আর তাপদাহের কারণ হেতু পানিবাহিত রোগ অতি সহজেই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ